ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের এটি এসআই ও টিএস আই রা চরম ক্ষোভ ও বৈষম্য শিকার

রানি মজুমদার
রানি মজুমদার
  • আপলোড সময় : ০৫:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • / ১৭২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশে ৪৪৭ জন টিএস আই ও ২০০৮ জন এটি এস আই স্বাধীনতার পর থেকে চরম  ক্ষোপ ও বৈষম্য শিকার হচ্ছে। বৈষম্য যেমন কেহ অবসর গ্রহন ও মৃত্যু বরন  না করা পর্যন্ত কারও পদোন্নতি হচ্ছে না। অন্যান্য দের ক্ষেত্রে পদোন্নতি নিতে বৈষম্য শিকার হতে হয়না। শুধু মাত্র টি এস আই ও এটি এস আই দের ক্ষেত্রে যত বৈষম্য শিকার হতে হয়। এই দুই পদবীর কোন অভিভাবক নাই। তাহাদের কোন অফিসারেরা চিনেনা। ট্রাফিক বিভাগে কাজ করতে গেলে  টিআই ও সার্জেন্ট দের কাছে বৈষম্য ও হেনস্তার শিকার তারা। ওড়া ঐ দুই পদের অফিসার দের ভালো চোখে দেখেনা। গত ১৭/৯/২০ খ্রিঃ তারিখে এ আইজি আর এন্ড সিপি শাখা ১ পুঃহেঃ কোঃ ঢাকা সহকারী টাউন সাব ইসপেক্টর  <এটি এস আই) পদকে সহকারী সার্জেন্ট এবং টাউন সাব ইন্সপেক্টার [ টি এস আই) পদকে সার্জেন্ট পদ নাম পরিবর্তনের একটি প্রস্তাব করে সেখানে কোন বৈষম্য যাহাতে না থাকে সে প্রস্তাব স্বরাষ্ট্ যন্ত্রণালয়ে প্রেরন করিলে সংশ্লিষ্ট  মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট . অর্থ ও জন প্রশাসন মন্ত্রনালয় অনুমোদন দিয়ে দিলে উন্নয়ন ও সচিব কমিটিতে  পাশ করার জন্য প্রেরন করেন। পরবর্তীতে এ আইজি আর এন্ড সিপি শাখা ২ বাংলাদেশ পুলিশ হেঃ কোঃ ঢাকায় কর্মরত একজন অসাদু কর্মকতা এ আইজি মোহাম্মাদ আমজাদ হোসাইন অবৈধ মোটা অংকের উৎতকোচ  গ্রহন করে উক্ত প্রস্তাব সচিব কমিটির মিটিং এ যেন পাশ না হয় সে জন্য  তিনি সাময়িক ভাবে স্থগিত করে রাখতে বলেন উন্নয়ন ও সচিব  কমিটিতে চিঠি প্রেরন করেন। এখন পর্যন্ত ঐ প্রস্তাব পাশ করছেনা তারা তাহাদের যৌক্তিক দাবী  ফিরে পাওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্ উপদেষ্টা মহোদয়ের  দৃষ্টি আকর্ষন করে বলেন তাহাদের পদ নাম  পরিবর্তন হলে আর কোন বৈষম্য থাকবেনা । পুলিশের বৈষম্য সমন্বয়ক কমিটিতে দেখা যাচ্ছে সার্জেন্ট  সরদার মুহিব ও সার্জেন্ট  আহসান হচ্ছে বৈষম্য যাহাতে তাদের ভিতর থাকে ঐড়া হচ্ছে পুলিশ বাহিনীর কলংক এড়া হচ্ছে ঢাকা কলেজের ছাত্র লীগের  সভাপতি এড়া কিভাবে পুলিশের বৈষম্য সম্বনয়ক কমিটিতে কিভাবে থাকে সার্জেন্ট ও টি আইরা ঐ আমজাদ কে মোটা অংকের টাকা দিয়ে সার্জেন্ট প্রস্তাব স্থগিত করে রাখছে তাহারা ওদের বিরুদ্ধে বিচারের দাবী জানাচ্ছে  এবং কমিটি থেকে তাদের বাদ দেওয়া হউক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের এটি এসআই ও টিএস আই রা চরম ক্ষোভ ও বৈষম্য শিকার

আপলোড সময় : ০৫:৫৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

বাংলাদেশ পুলিশে ৪৪৭ জন টিএস আই ও ২০০৮ জন এটি এস আই স্বাধীনতার পর থেকে চরম  ক্ষোপ ও বৈষম্য শিকার হচ্ছে। বৈষম্য যেমন কেহ অবসর গ্রহন ও মৃত্যু বরন  না করা পর্যন্ত কারও পদোন্নতি হচ্ছে না। অন্যান্য দের ক্ষেত্রে পদোন্নতি নিতে বৈষম্য শিকার হতে হয়না। শুধু মাত্র টি এস আই ও এটি এস আই দের ক্ষেত্রে যত বৈষম্য শিকার হতে হয়। এই দুই পদবীর কোন অভিভাবক নাই। তাহাদের কোন অফিসারেরা চিনেনা। ট্রাফিক বিভাগে কাজ করতে গেলে  টিআই ও সার্জেন্ট দের কাছে বৈষম্য ও হেনস্তার শিকার তারা। ওড়া ঐ দুই পদের অফিসার দের ভালো চোখে দেখেনা। গত ১৭/৯/২০ খ্রিঃ তারিখে এ আইজি আর এন্ড সিপি শাখা ১ পুঃহেঃ কোঃ ঢাকা সহকারী টাউন সাব ইসপেক্টর  <এটি এস আই) পদকে সহকারী সার্জেন্ট এবং টাউন সাব ইন্সপেক্টার [ টি এস আই) পদকে সার্জেন্ট পদ নাম পরিবর্তনের একটি প্রস্তাব করে সেখানে কোন বৈষম্য যাহাতে না থাকে সে প্রস্তাব স্বরাষ্ট্ যন্ত্রণালয়ে প্রেরন করিলে সংশ্লিষ্ট  মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট . অর্থ ও জন প্রশাসন মন্ত্রনালয় অনুমোদন দিয়ে দিলে উন্নয়ন ও সচিব কমিটিতে  পাশ করার জন্য প্রেরন করেন। পরবর্তীতে এ আইজি আর এন্ড সিপি শাখা ২ বাংলাদেশ পুলিশ হেঃ কোঃ ঢাকায় কর্মরত একজন অসাদু কর্মকতা এ আইজি মোহাম্মাদ আমজাদ হোসাইন অবৈধ মোটা অংকের উৎতকোচ  গ্রহন করে উক্ত প্রস্তাব সচিব কমিটির মিটিং এ যেন পাশ না হয় সে জন্য  তিনি সাময়িক ভাবে স্থগিত করে রাখতে বলেন উন্নয়ন ও সচিব  কমিটিতে চিঠি প্রেরন করেন। এখন পর্যন্ত ঐ প্রস্তাব পাশ করছেনা তারা তাহাদের যৌক্তিক দাবী  ফিরে পাওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্ উপদেষ্টা মহোদয়ের  দৃষ্টি আকর্ষন করে বলেন তাহাদের পদ নাম  পরিবর্তন হলে আর কোন বৈষম্য থাকবেনা । পুলিশের বৈষম্য সমন্বয়ক কমিটিতে দেখা যাচ্ছে সার্জেন্ট  সরদার মুহিব ও সার্জেন্ট  আহসান হচ্ছে বৈষম্য যাহাতে তাদের ভিতর থাকে ঐড়া হচ্ছে পুলিশ বাহিনীর কলংক এড়া হচ্ছে ঢাকা কলেজের ছাত্র লীগের  সভাপতি এড়া কিভাবে পুলিশের বৈষম্য সম্বনয়ক কমিটিতে কিভাবে থাকে সার্জেন্ট ও টি আইরা ঐ আমজাদ কে মোটা অংকের টাকা দিয়ে সার্জেন্ট প্রস্তাব স্থগিত করে রাখছে তাহারা ওদের বিরুদ্ধে বিচারের দাবী জানাচ্ছে  এবং কমিটি থেকে তাদের বাদ দেওয়া হউক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন