ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শামীম ওসমানের পরিচয় দানকারী ভূমি অফিসের নায়েব কামাল শতকোটি টাকার মালিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / ২৭৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ বন্দর তালতলা এলাকায় এক সময় ভাড়া বাসায় থাকতেন কামাল। তার বাবা ছিলেন একজন পান দোকানদার সে একসময় কষ্ট করে জীবনযাপন করতেন কামালের বাবা। কামাল বড় হয়ে ছাত্র থেকে রাজনীতিতে নাম দেখান কামাল। হয়ে যান ছাত্রলীগের সভাপতি। তারপরে আর পিছনে তাকাতে হয়নি। শামীম ওসমানের ছত্রছায়া একের পর এক অপকর্ম শুরু করেন কামাল। শামীম ওসমানের নেতৃত্বে এক জুট মিল দখল করেন কামালের বাহিনী। হয়ে যান ভূমিদস্যু সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েন কামাল। তারপর শামীম ওসমানের ছত্রছায়া ভূমিদস্যু থেকে ভূমি অফিসের নায়েব চাকুরী পান কামাল।
তারপর থেকেই আর পিছনে তাকাতে হয়নি কামালকে। নামজারি খাজনা মিডিয়েশন জাল দলিল এমন করে খাল বিল নদী নালা সব জমি চলে যায় ভূমি দস্যুতের হাতে। এভাবে করে অনিয়ম দুর্নীতি করে শতকোটি টাকার মালিক হয়ে যান ভূমি অফিসের এই কর্মকর্তা। বন্দর একরামপুরে আট কাটার উপরে করেছেন আলিশান সাত তলা ভবন তার পাশেই রয়েছেন ১০ কাটা একটি ফ্ল্যাট বাড়ি। পশ্চিম পাশে রয়েছেন সাত কাটার উপরে রুম বানিয়ে ভাড়া দিয়ে রেখেছেন। আমিন বাজার আবাসিক এলাকায় দশ কাটার উপরে পাইলিং করে কাজ চলমান রয়েছে। পৌরসভার ভূইয়াপাড়া ১০ কাঠা প্লট রয়েছে। স্কুলের মাঠের পশ্চিম আঁকাটা মসজিদের জন্য দান করেছেন দানবীর কামাল। ঢাকাতে রয়েছেন ফ্লাট। একমাত্র মেয়েকে লেখাপড়া করাচ্ছেন হাইফাই ইউভার্সিটিতে। মেয়ে টুটুলকে দিয়েছেন ৩৭ লক্ষ টাকা দামের গাড়ি।
কামালের চাকরি নয় জেনো আলাদিনের চেরাগ হাতে। চাকরির জীবনে ২৯ বছর চাকরি করেছেন শুধু নারায়ণগঞ্জ এই প্রভাবশালী ব্যক্তি আর কোথাও চাকরি করেননি কামাল। ক্ষমতার অপব্যবহার করে নিজে যা বলতেন তাই হইত। নিজের ক্ষমতা ব্যবহার করে ও শামীম ওসমানের আত্মীয় পরিচয় দিয়ে ভূমি অফিসের উনার অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন কামাল বর্তমানে সভাপতি দায়িত্ব পালন করছেন কামাল। তিনি যেটা বলবে সেটাই হবে অন্য কারো কোন কথা চলবে না। এত টাকা মালিক কিভাবে হলেন কামাল প্রশ্ন কিন্তু রয়ে গেল আপনাদের কাছে।
এ বিষয় এলাকাবাসী বলেন, তারা ৩ ভাই সবার বড় কামাল। এক সময় কামালের বাবা অনেক কষ্ট করে সংসার চালাতো কামালের চাকরি হওয়ার পর তাদের ফ্যামিলি আর পিছনে তাকাতে হয়নি। ছোট ভাইদের কোন বাড়ি ঘর নাই যা করেছেন বড় ভাই।
এ বিষয় নারায়ণগঞ্জ জোনের দুর্নীতি দমন কমিশনের সাথে কথা হলে তারা জানান, বিষয়টা আমাদের জানা ছিলনা আমরা তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শামীম ওসমানের পরিচয় দানকারী ভূমি অফিসের নায়েব কামাল শতকোটি টাকার মালিক

আপলোড সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

নারায়ণগঞ্জ বন্দর তালতলা এলাকায় এক সময় ভাড়া বাসায় থাকতেন কামাল। তার বাবা ছিলেন একজন পান দোকানদার সে একসময় কষ্ট করে জীবনযাপন করতেন কামালের বাবা। কামাল বড় হয়ে ছাত্র থেকে রাজনীতিতে নাম দেখান কামাল। হয়ে যান ছাত্রলীগের সভাপতি। তারপরে আর পিছনে তাকাতে হয়নি। শামীম ওসমানের ছত্রছায়া একের পর এক অপকর্ম শুরু করেন কামাল। শামীম ওসমানের নেতৃত্বে এক জুট মিল দখল করেন কামালের বাহিনী। হয়ে যান ভূমিদস্যু সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েন কামাল। তারপর শামীম ওসমানের ছত্রছায়া ভূমিদস্যু থেকে ভূমি অফিসের নায়েব চাকুরী পান কামাল।
তারপর থেকেই আর পিছনে তাকাতে হয়নি কামালকে। নামজারি খাজনা মিডিয়েশন জাল দলিল এমন করে খাল বিল নদী নালা সব জমি চলে যায় ভূমি দস্যুতের হাতে। এভাবে করে অনিয়ম দুর্নীতি করে শতকোটি টাকার মালিক হয়ে যান ভূমি অফিসের এই কর্মকর্তা। বন্দর একরামপুরে আট কাটার উপরে করেছেন আলিশান সাত তলা ভবন তার পাশেই রয়েছেন ১০ কাটা একটি ফ্ল্যাট বাড়ি। পশ্চিম পাশে রয়েছেন সাত কাটার উপরে রুম বানিয়ে ভাড়া দিয়ে রেখেছেন। আমিন বাজার আবাসিক এলাকায় দশ কাটার উপরে পাইলিং করে কাজ চলমান রয়েছে। পৌরসভার ভূইয়াপাড়া ১০ কাঠা প্লট রয়েছে। স্কুলের মাঠের পশ্চিম আঁকাটা মসজিদের জন্য দান করেছেন দানবীর কামাল। ঢাকাতে রয়েছেন ফ্লাট। একমাত্র মেয়েকে লেখাপড়া করাচ্ছেন হাইফাই ইউভার্সিটিতে। মেয়ে টুটুলকে দিয়েছেন ৩৭ লক্ষ টাকা দামের গাড়ি।
কামালের চাকরি নয় জেনো আলাদিনের চেরাগ হাতে। চাকরির জীবনে ২৯ বছর চাকরি করেছেন শুধু নারায়ণগঞ্জ এই প্রভাবশালী ব্যক্তি আর কোথাও চাকরি করেননি কামাল। ক্ষমতার অপব্যবহার করে নিজে যা বলতেন তাই হইত। নিজের ক্ষমতা ব্যবহার করে ও শামীম ওসমানের আত্মীয় পরিচয় দিয়ে ভূমি অফিসের উনার অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন কামাল বর্তমানে সভাপতি দায়িত্ব পালন করছেন কামাল। তিনি যেটা বলবে সেটাই হবে অন্য কারো কোন কথা চলবে না। এত টাকা মালিক কিভাবে হলেন কামাল প্রশ্ন কিন্তু রয়ে গেল আপনাদের কাছে।
এ বিষয় এলাকাবাসী বলেন, তারা ৩ ভাই সবার বড় কামাল। এক সময় কামালের বাবা অনেক কষ্ট করে সংসার চালাতো কামালের চাকরি হওয়ার পর তাদের ফ্যামিলি আর পিছনে তাকাতে হয়নি। ছোট ভাইদের কোন বাড়ি ঘর নাই যা করেছেন বড় ভাই।
এ বিষয় নারায়ণগঞ্জ জোনের দুর্নীতি দমন কমিশনের সাথে কথা হলে তারা জানান, বিষয়টা আমাদের জানা ছিলনা আমরা তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন