হত্যা মামলায় খানসামায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২
- আপলোড সময় : ০৬:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৭৩৯ বার পড়া হয়েছে
দিনাজপুর সদরের হত্যা মামলায় খানসামা উপজেলায় যুবলীগ নেতা সহ ২ জনকে গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে খামারপাড়া ইউনিয়নের দুহশুহ গ্রামের মালো নদী পাড়ের বাসিন্দা হাসান আলীর ছেলে টংগুয়া হাসনাবাগ দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার প্রভাষক যুবলীগ নেতা হাজ্জাজ আল হাদীকে বড়বাবু (৪৫) ও আটক আওয়ামী লীগ কর্মী আমিনুল ইসলাম ওরফে সিয়ানা বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ খানসামা থানার পুলিশ সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, সদর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় খানসামা উপজেলা থেকে আটক করা হয়েছে।
এ বিষয় খানাসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল ইসলাম বলেন সদর থানার একটি মামলায় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন। ২জনকে দায়ের কৃত হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর এই প্রথম খানসামা উপজেলায় আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।