কোম্পানীগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ০৭:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৩১৩ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে ৭০(সত্তর ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারী ) গ্রেফতারকৃত আসামীকে দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোপর্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার এসআই(নিঃ) সুমন চন্দ্র দাস, এএসআই(নিঃ) মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রুবেল প্রঃ সুমন (৩২), পিতা- মৃত হাফিজ উল্যাহ. মাতা- শেফালী বেগম, সাং-মুছাপুর, ০৯নং ওয়ার্ড, মাহবুব চৌধুরীর পুরাতন বাড়ী, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-নোয়াখালী কে গ্রেফতার করে। পুলিশ আসামীর হেফাজত হইতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ৬০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে।
নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো: ইব্রাহীম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ ডাকাতির চেষ্টা ও চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে । উক্ত আসামীকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হইয়াছে।