জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল
- আপলোড সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ২৮১৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় নারায়ণগঞ্জ মাহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী হিরার উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তন্ময়, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, সহ -সমাজসেবা বিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন, সাবেক সদস্য গোলাম কাউছার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সহ দপ্তর সম্পাদক ফাহিম, সরকারি তোলারাম কলেজ ছাত্রদল নেতা জয়, ইয়াসিন, নাসিক ১নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাসবি, সুজন, জীবন, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাফি, সিফাত, ইব্রাহিম, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহাত, সাবেক সহ সভাপতি শরিফুল ইসলাম, সিফাত হোসেন বাবু, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনন্দ ইসলাম রাফি, ইয়াসিন মির্জা, রুবেল হোসেন, ৫নং ওয়ার্ড ছাত্রদলের নেতা আবু জুবায়ের আরিয়ান,সায়মন আহমেদ, ৬নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান দিপু, ছাত্রদল নেতা সাকিব, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, শাহপরান, হৃদয়, মিনহাজ প্রমুখ।
এসময় ছাত্রদল নেতা হিরা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি দেশ স্বাধীনের ঘোষণাই করেননি, তিনি যুদ্ধ করেছেন। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।