স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুরের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে যোগদান
- আপলোড সময় : ১১:২৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩০৮ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ চার দফা দাবির বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ২শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর খানপুর এলাকায় অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে দুপুর আড়াইটা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে চাষাড়া রাইফেল ক্লাব সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে মূল মিছিলে অংশ নেন।
হাবিবুর রহমান হাবিবুরের নেতৃত্বে যাওয়া মিছিল সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। তার এই শোডাউনে দলীয় নেতা-কর্মীদের বাইরেও জনসাধারণেরও উপস্থিতি দেখা যায়।
মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেব দলের নেতা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের জনি ইসলাম, আনোয়ার হোসেন, ইব্রাহিম খলিল, নুরুল ইসলাম খান, তাইজুল ইসলাম, রিপন, আনিছসহ অনেকেই।