ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মগবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার দুই পেশাদার ছিনতাইকারী

রনি মজুমদার
রনি মজুমদার
  • আপলোড সময় : ০৮:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ২৮৭ বার পড়া হয়েছে

রাজধানীর মগবাজারে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ছিনতাই ও খুনের ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার সঙ্গে জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাব্বির হোসেন (২০) ও মোঃ হৃদয় খান (২২)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৪ এপ্রিল ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে সবুজবাগ থানার বাসাবো এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর রাত আনুমানিক ৩টায় রাজধানীর মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে একটি রিকশায় থাকা হাবিবুল্লাহ হাবিব (১৮) এর গতিরোধ করে। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ছিনতাইকারীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে হাবিব মারা যান।

নিহত হাবিবুল্লাহ হাবিব ময়মনসিংহের সানাদিয়া গ্রামের মো. নায়েব আলীর ছেলে। তিনি রমনার নিউ ইস্কাটনের একটি ক্যাটারিং সার্ভিসে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবি-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত তদন্ত দল সিসিটিভি না থাকাসহ কোনও ক্লু না পাওয়ার পরও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা এবং অপরাধ বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে।

গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জড়িত আরেক আসামি নাহিদুল ইসলাম অণু (২১) বর্তমানে মাদক মামলায় জেলহাজতে রয়েছেন।

ডিবির ভাষ্যমতে, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার ও সক্রিয় ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মগবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও খুনের রহস্য উদঘাটন, গ্রেফতার দুই পেশাদার ছিনতাইকারী

আপলোড সময় : ০৮:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

রাজধানীর মগবাজারে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ছিনতাই ও খুনের ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার সঙ্গে জড়িত দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাব্বির হোসেন (২০) ও মোঃ হৃদয় খান (২২)। অভিযানে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৪ এপ্রিল ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে সবুজবাগ থানার বাসাবো এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর রাত আনুমানিক ৩টায় রাজধানীর মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে একটি রিকশায় থাকা হাবিবুল্লাহ হাবিব (১৮) এর গতিরোধ করে। ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ছিনতাইকারীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে হাবিব মারা যান।

নিহত হাবিবুল্লাহ হাবিব ময়মনসিংহের সানাদিয়া গ্রামের মো. নায়েব আলীর ছেলে। তিনি রমনার নিউ ইস্কাটনের একটি ক্যাটারিং সার্ভিসে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবি-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে গঠিত তদন্ত দল সিসিটিভি না থাকাসহ কোনও ক্লু না পাওয়ার পরও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা এবং অপরাধ বিশ্লেষণের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে।

গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় জড়িত আরেক আসামি নাহিদুল ইসলাম অণু (২১) বর্তমানে মাদক মামলায় জেলহাজতে রয়েছেন।

ডিবির ভাষ্যমতে, গ্রেফতারকৃত তিনজনই পেশাদার ও সক্রিয় ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন