সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান

- আপলোড সময় : ১২:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ৩০৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ১৬ কেজি গাঁজাসহ রিফাত হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরেক আসামী মো. সুমন (৩৯) পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. জাকিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২২ এপ্রিল দিবাগত রাত ১টা ৫ মিনিটে মিজমিজি উত্তরপাড়া এলাকার চিশতিয়া বেকারির পাশের হাজী খলিলুর রহমানের বাড়ির ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করেন। অভিযানে ধৃত আসামির নিজ শয়ন কক্ষ এবং টয়লেটের ফলস ছাঁদ থেকে বিশেষ কায়দায় লুকানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাঁজাগুলো কয়েকটি পুটলায় ভাগ করে পাটের বস্তা ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা হয়েছিল। প্রত্যেকটি পুটলা ছিল নীল পলিথিন ও হলুদ কস্টেপে মোড়ানো। গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই (নিঃ) মোঃ মামুন খালাসী, এসআই (নিঃ) মোঃ ছানোয়ার হোসেনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য এবং স্থানীয় সাক্ষীগণ। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক কারবারে পলাতক আসামী সুমনও জড়িত ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা অব্যাহত আছে।