ডেমরায় কলেজছাত্রীকে ইভটিজিং: দুই যুবক গ্রেফতার

- আপলোড সময় : ১২:০৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ৩১২ বার পড়া হয়েছে
ঢাকা: রাজধানীর ডেমরায় কলেজ থেকে বাসায় ফেরার পথে এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রোমান সিকদার (২০) ও শুভ হাওলাদার (২০)।
শনিবার (৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ডেমরার সারুলিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডেমরা থানা সূত্রে জানা যায়, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ডিপ্লোমা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে কলেজ থেকে বাসায় ফেরার সময় টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে কয়েকজন যুবকের অশালীন অঙ্গভঙ্গির শিকার হন। বিষয়টি তিনি বাসায় গিয়ে তার স্বামীকে জানান। তবে তৎক্ষণাৎ অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে, ৩০ এপ্রিল সকাল ১০টার দিকে ভুক্তভোগী ও তার স্বামী একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে ইভটিজিংয়ের সেই দৃশ্য দেখতে পান এবং স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে শনাক্ত করেন। এরপর ওই ছাত্রীর স্বামী ডেমরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার পরপরই ডেমরা থানার একটি চৌকস দল অভিযানে নামে এবং শনিবার রাতে সারুলিয়া বাজার এলাকা থেকে অভিযুক্ত রোমান সিকদার ও শুভ হাওলাদারকে গ্রেফতার করে।
ডেমরা থানার ওসি জানান, “ঘটনার অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। নারীদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
ডেমরা থানা পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী এ ঘটনায় পুলিশের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন।