কেরানীগঞ্জে ঝোপ থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০৫:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৭২৭ বার পড়া হয়েছে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুলাহপুর ভাওয়ারভিটি এলাকার একটি ঝোপের ভেতর থেকে শামীম আহমেদ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত শামীম দক্ষিণ কেরানীগঞ্জ থানার মিরেরবাগ এলাকার মো. জজ মিয়ার ছেলে।
নিহত শামীমের বাবা জানান, শুক্রবার রাতে তার মেয়ের জামাই (দুলাভাই) শামীমকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ভাওয়ারভিটির ঝোপে ছেলের মরদেহ শনাক্ত করি । তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বোনকে মারধরের প্রতিবাদ করায় দুলাভাই পূর্বপরিকল্পিতভাবে শামীমকে হত্যা করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, শামীমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কানের কাছেও আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’ নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।




















