ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১০:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ৩৮৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া এবং তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন।

বৈঠকে সভাপতিত্ব করেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম মোল্লা। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার ক্ষতিগ্রস্ত করেছে। তারা বলেন, পরিবর্তনের জন্য জনগণ প্রস্তুত এবং বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও দুঃশাসনের অবসান ঘটানো হবে।

বক্তৃতায় খোরশেদ আলম জমিদার বলেন, তারেক রহমানের নির্দেশে প্রান্তিক জনগণের মাঝে বিএনপির কর্মসূচি তুলে ধরতে এ কর্মসূচি শুরু হয়েছে। তিনি ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। বৈঠকে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক

আপলোড সময় : ১০:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া এবং তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় আয়োজিত এ বৈঠকে স্থানীয় নেতা-কর্মী, সমর্থক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন।

বৈঠকে সভাপতিত্ব করেন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম মোল্লা। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার ক্ষতিগ্রস্ত করেছে। তারা বলেন, পরিবর্তনের জন্য জনগণ প্রস্তুত এবং বিএনপি ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও দুঃশাসনের অবসান ঘটানো হবে।

বক্তৃতায় খোরশেদ আলম জমিদার বলেন, তারেক রহমানের নির্দেশে প্রান্তিক জনগণের মাঝে বিএনপির কর্মসূচি তুলে ধরতে এ কর্মসূচি শুরু হয়েছে। তিনি ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। বৈঠকে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন