ডেমরায় হাতপাখার নির্বাচনী প্রচারণায় মতবিনিময় সভা
- আপলোড সময় : ০৮:৩৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ২২১ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৫ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার বিকেলে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাতপাখা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি আরো বলেন, আগামীতে দূর্নীতি, চাঁদাবাস,সন্ত্রাস মুক্ত রাষ্ট্র গড়তে হাতপাখার বিকল্প নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলেম সমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেমরা আলেম -ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ঢাকা -৫ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুহাম্মদ ইব্রাহিম ও ওই আসনের নেতৃবৃন্দরাসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গরা




















