ডেমরায় দিনে-দুপুরে ফ্ল্যাট বাসায় চুরি: থানায় মামলা
- আপলোড সময় : ০৯:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২২৬ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় দিনের বেলায় ফ্ল্যাট বাসার তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সম্পদসহ প্রায় ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সরোয়ার হোসেন (৩৯) বুধবার দিবাগত রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে ডগাইর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সরোয়ার হোসেন ঢাকা জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত আছেন। তিনি ডেমরার ডগাইর পশ্চিম পাড়ার একটি ভবনের ৫ম তলার পূর্ব পাশের ফ্ল্যাটে পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে থাকেন। বর্তমানে স্কুল বন্ধ থাকায় তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে অবস্থান করছেন। প্রতিদিনের মতো গত বুধবার বাসায় তালা লাগিয়ে তিনি অফিসে যান এবং দুপুর সাড়ে বারোটার দিকে অফিসে থাকা অবস্থায় জানতে পারেন যে বাসায় চুরি হয়েছে। তিনি দুপুর ১টা ২০ মিনিটে বাসায় ফিরে দেখেন মূল দরজার তালা ভাঙা এবং ঘরের সব মালামাল এলোমেলো ওয়ারড্রপ, শোকেস ও স্টিলের আলমিরা খোলা অবস্থায় রয়েছে। চুরিতে নগদ টাকা ও স্বর্ণ-রুপার অলংকারসহ মোট ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং চোরদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।






















