ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেমরায় গার্মেন্টস কারখানায় দুর্ধর্ষ চুরি: থানায় মামলা

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৫ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় এম কে স্টিচিং ওয়্যার ইন্ডাস্ট্রিজ নামে একটি
গার্মেন্ট কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা চোরের দল তালা ভেঙে নগদ ৫ লাখ টাকা সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় কারখানার পরিচালক মো. মাসুম খান গত বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন। গত ৭ ডিসেম্বর ডেমরার ঠুলঠুলিয়া এলাকায় অবস্থিত গার্মেন্টটিতে গভীর রাত ৩টা থেকে ভোর পৌনে ৫টার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে জানান কর্তৃপক্ষ। এদিকে ওই মামলায় কারখানার তিন কর্মচারী-মো. সাইফুল ইসলাম (২৩), মো. রাকিব হোসেন (২২) ও আবু সুফিয়ান (২৮)-কে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।

জানা যায়, গার্মেন্টের শ্রমিকরা গত ৭ ডিসেম্বর রাত ৩টার দিকে কাজ শেষে কারখানায় তালা লাগিয়ে চলে যান। পরে রাত প্রায় পৌনে ৫টার দিকে শ্রমিক মো. বাবুল কারখানার তালা ভাঙা এবং বিদ্যুৎ লাইন কাটা অবস্থায় দেখে পরিচালক মাসুমকে ফোন করে জানায়। এদিকে সকাল ৬টার দিকে মাসুম ও তার সহকর্মীরা কারখানায় গিয়ে দেখেন, সিসিটিভি ক্যামেরার ডিভিআর, মনিটর, বিদ্যুতের সংযোগ তার, মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ও অফিস ড্রয়ারে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা সহ মোট প্রায় ১৯ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, আসামিদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় গার্মেন্টস কারখানায় দুর্ধর্ষ চুরি: থানায় মামলা

আপলোড সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

রাজধানীর ডেমরায় এম কে স্টিচিং ওয়্যার ইন্ডাস্ট্রিজ নামে একটি
গার্মেন্ট কারখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা চোরের দল তালা ভেঙে নগদ ৫ লাখ টাকা সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় কারখানার পরিচালক মো. মাসুম খান গত বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ডেমরা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেন। গত ৭ ডিসেম্বর ডেমরার ঠুলঠুলিয়া এলাকায় অবস্থিত গার্মেন্টটিতে গভীর রাত ৩টা থেকে ভোর পৌনে ৫টার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটেছে বলে জানান কর্তৃপক্ষ। এদিকে ওই মামলায় কারখানার তিন কর্মচারী-মো. সাইফুল ইসলাম (২৩), মো. রাকিব হোসেন (২২) ও আবু সুফিয়ান (২৮)-কে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।

জানা যায়, গার্মেন্টের শ্রমিকরা গত ৭ ডিসেম্বর রাত ৩টার দিকে কাজ শেষে কারখানায় তালা লাগিয়ে চলে যান। পরে রাত প্রায় পৌনে ৫টার দিকে শ্রমিক মো. বাবুল কারখানার তালা ভাঙা এবং বিদ্যুৎ লাইন কাটা অবস্থায় দেখে পরিচালক মাসুমকে ফোন করে জানায়। এদিকে সকাল ৬টার দিকে মাসুম ও তার সহকর্মীরা কারখানায় গিয়ে দেখেন, সিসিটিভি ক্যামেরার ডিভিআর, মনিটর, বিদ্যুতের সংযোগ তার, মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ও অফিস ড্রয়ারে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা সহ মোট প্রায় ১৯ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, আসামিদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন