ঢাকা বিভাগের ইজতেমায় ক্রিকেটার মিরাজ
- আপলোড সময় : ১১:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২০৬ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে চলমান তাবলীগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ পন্থী) ঢাকা বিভাগীয় ইজতেমায় অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ইজতেমার ময়দানে বিভিন্ন আমল ও ইবাদতে শরিক হন।
শনিবার দিনভর আম বয়ানে অংশ নিতে ঢাকা বিভাগের ১৩টি জেলা ও বিভিন্ন থানা থেকে লাখো মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন। ইজতেমায় ধর্মীয় পরিবেশে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার বাদ মাগরিব আম বয়ান করেন তাবলীগ জামাত বাংলাদেশের আমির হজরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম। এর আগে শনিবার আছরের পর বয়ান করেন মুফতি উসামা ইসলাম। তিনি ইজতেমার চিরাচরিত রেওয়াজ অনুযায়ী গণবিবাহের খুতবাও দেন। আগামীকাল রোববার সকালে হেদায়াতি কথা বলবেন দিল্লির মাওলানা ওমর ফারুক।ইজতেমায় বিদেশি মেহমানদের উপস্থিতিও রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, রোববার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় ইজতেমা শেষ হবে। তিনি আরও জানান, একই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ইজতেমা অনুষ্ঠিত হবে।
এদিকে জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সৈয়দ আব্দুল্লাহ জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার বিশ্ব ইজতেমা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন শেষে টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এসব বিভাগীয় ইজতেমা থেকে কয়েকশ জামাত বের হয়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সারা দেশে দাওয়াতি কাজ করবেন বলেও জানান তিনি।






















