তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আনন্দ মিছিল
- আপলোড সময় : ১১:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২৩৬ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে আনন্দ মিছিল করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল।
আজ সোমবার (২২ ডিসেম্বর) রাতে ৯টায় কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিলটি বের হয়ে জনি টাওয়ার হয়ে কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশে বক্তব্যে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অপেক্ষা করেছি, কবে তিনি বীরের বেশে দেশে ফিরবেন। মাত্র দু’দিন পরই সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হতে যাচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও তারেক রহমান দলীয় ঐক্য অটুট রেখেছেন। একটি মহল তাঁর জনপ্রিয়তায় ভীত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই তারেক রহমানের দেশে ফেরাকে ঠেকাতে পারবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখা হবে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শারুখ খান পাপেল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সদস্যসচিব জুয়েল, তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা, ছাত্রনেতা কৌশিক, খলিল মিয়া, মামুনসহ ঢাকা জেলা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।






















