সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল
- আপলোড সময় : ০৯:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / ২৪৮ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি পদ-প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরার উদ্যোগে এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
আব্দুল কাদির জিলানী হিরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৌরব উজ্জল ইতিহাস রেখে গেছেন। তিনি ছিলেন একজন গৃহবধু, সেই গৃহবধু থেকে তিনি হয়েছেন এই বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন, তা প্রমান হয়েছে যখন তিনি অসুস্থ্য হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের এমন কোন মানুষ নেই যে, একটি বার তাঁর জন্য দোয়া না করেছে। ৩০ ডিসেম্বর যখন তিনি ইন্তেকাল করেছেন তখন সারাদেশের মানুষের চোখের জলে সিক্ত হয়েছেন এবং তাঁর জানাজা সারা বিশে^র মধ্যে সর্ববৃহৎ হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাকসুদুল ইসলাম শাকিল, সহ-সমাজসেবা সম্পাদক রাসেল আহমেদ, ইস্রাফিল হোসেন, সদস্য গোলাম কাউসার সিয়াম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন, সহ-দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ফাহিম, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি পায়েল সরকার রবিন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো: সিফাত, সরকারী তোলারাম বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, সরকারী এম ডব্লিউ কলেজ ছাত্রদলের সভাপতি মো: রাফী ও নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মৃদুলসহ প্রমূখ।


















