ডেমরায় করিম জুট মিল সংলগ্ন পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- আপলোড সময় : ০৮:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় অজ্ঞাত অনুমান ৩৫ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার রাতে করিম জুট মিল সংলগ্ন সারুলিয়া ডিপিডিসি অফিসের সামনে পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এদিকে খবর পেয়ে ডিএমপির লাশ সনাক্তকরণের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পাশের ডিএনএ ও আঙ্গুলের ছাপসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। এদিকে সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। লাশের পরনে ছিল কালো রঙের গেঞ্জি সহ পাতলা দুটি গেঞ্জি ও ট্রাউজার। লাশ ফুলে ফেঁপে শরীরের বিভিন্ন জায়গায় চামড়া উঠে গেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা কে বা কারা দুইদিন আগে তাকে হত্যা করে করিম জুট মিলের পুকুরে ফেলে চলে যায়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, লাশের গায়ে উল্লেখযোগ্য কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হয়তো তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে যা ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে জানা যাবে। তবে লাশের মুখ ও শরীরের বিভিন্ন অংশের চামড়া খুলে গেছে। আর লাশের পরিচয় সনাক্ত হলে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অথবা পুলিশ বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।






















