ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-০৫ আসনের জনগণ বিএনপির পক্ষেই রায় দেবেন_ নবীউল্লাহ নবী

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৭:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা–কদমতলী একাংশ) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ নবীউল্লাহ নবীর প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনে দাখিল করা চূড়ান্ত প্রার্থী ও প্রতীকের তালিকায় তার নামের পাশে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ নিশ্চিত করা হয়।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবীউল্লাহ নবী বলেন, দীর্ঘদিন পর দেশবাসী একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, যদি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়, তাহলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং জনগণ বিএনপির পক্ষেই রায় দেবেন।

ঢাকা–৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতীক নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-০৫ আসনের জনগণ বিএনপির পক্ষেই রায় দেবেন_ নবীউল্লাহ নবী

আপলোড সময় : ০৭:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

ঢাকা–৫ (যাত্রাবাড়ী–ডেমরা–কদমতলী একাংশ) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ নবীউল্লাহ নবীর প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনে দাখিল করা চূড়ান্ত প্রার্থী ও প্রতীকের তালিকায় তার নামের পাশে বিএনপির ঐতিহ্যবাহী প্রতীক ধানের শীষ নিশ্চিত করা হয়।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবীউল্লাহ নবী বলেন, দীর্ঘদিন পর দেশবাসী একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, যদি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়, তাহলে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং জনগণ বিএনপির পক্ষেই রায় দেবেন।

ঢাকা–৫ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতীক নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন