ঢাকা-৫ এ আমি শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি__মো. কামাল হোসেন
- আপলোড সময় : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
আমি শাসক হতে আসিনি, সেবক হতে এসেছি, এই অঙ্গীকার সামনে রেখে ঢাকা-৫ আসনে নির্বাচনী মাঠে নেমেছেন ১০ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন। নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ চূড়ান্ত হওয়ার পর তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক, বৈষম্যহীন এবং কল্যাণমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা-৫ আসনের ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মো. কামাল হোসেন বলেন, দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা জরুরি। তিনি বলেন, চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই মূল বার্তা নিয়েই তিনি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, ঢাকা-৫ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত এবং কাঙ্ক্ষিত নাগরিক উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি বলেন, গত ১৭ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে, যেখানে জনগণের সঠিক সিদ্ধান্তই নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করতে পারে।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আবশ্যক। তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, তিনি কোনো অপরাধ, চাঁদাবাজি কিংবা মাদকের সঙ্গে জড়িত নন। দাঁড়িপাল্লা প্রতীককে ন্যায় ও ইনসাফের প্রতীক উল্লেখ করে তিনি মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার নিশ্চয়তা দেন। নির্বাচিত হলে তার মাধ্যমে এলাকায় এক টাকারও দুর্নীতি হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি জানান, নির্বাচিত হলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা উন্নয়ন, পয়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা সমাধান, শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন তার অগ্রাধিকার হবে। পাশাপাশি ঢাকা-৫ আসনে একটি সরকারি কলেজ ও একটি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিভাগীয় কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ চূড়ান্ত হওয়ার পর মো. কামাল হোসেন ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামী ও জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।























