যে বিগত দিনে পরিশ্রম করেছেন দল তাকেই মূল্যায়ন করেছেন -মনিরুল ইসলাম সজল
- আপলোড সময় : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৪২৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে দল যাকে মনোনয়ন দিয়েছেন আজহারুল ইসলাম মান্নান ভাই, তিনি দীর্ঘদিন দলের আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছেন। তিনি দলের পরীক্ষিত নেতা। ত্যাগ, শ্রম, ঘাম সবকিছু দলের পিছনে দিয়েছেন। যে দলের জন্য পরিশ্রম করেছেন তাকেই মূল্যায়ন করেছেন। তার হাতেই ধানের শীষ নিরাপদ।
বুধবার (২১ জানুয়ারী) রাতে সিদ্ধিরগহঞ্জের ৪নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যাদের কাছে কোটি কোটি টাকার ট্যাক্স ফাইল রয়েছে, তাদের হাতে ধানের শীষ নিরাপদ নয়। তাই তাদের হাতে তারেক রহমান ধানের শীষ তুলে দেয়া হয় নাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে এবং বিএনপি নেতা সেলিম মোল্লা ও সাবেক ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব। বিশেষ অতিথি ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাও. তৈয়ব আল হোসাইন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: কবির হোসেনসহ প্রমূখ।



















