সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জুয়েল-মনিরের গণসংযোগ
- আপলোড সময় : ০৯:৩৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- / ৪৩০ বার পড়া হয়েছে
সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির ও মহানগর যুবদলের সদস্য জূয়েল রানার নেতৃত্বে বিএনপি মনোনীত প্রার্থী আজারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকালে নাসিক ১নং ওয়ার্ড এলাকায় এ গণসংযোগটি অনুষ্ঠিত হয়। গণসংযোগটি মজিববাগ, আলামিন নগর, বাতেন পাড়া, তালতলা হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে গিয়ে শেষ হয়।
মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা বলেন, জনগণের ভোটে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে জনগণের প্রত্যাশার সরকার গঠন করবে। এ দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমি দস্যুদের বিতারিত করবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিজয়ী করে তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দিব।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফারুক আহম্মেদ, নুরুদ্দিন নুরু, মাসুম, রাসেল, আরশ, মানিক, রুবেল, সবূজ, রাহাত, গাজী স্বপন, সোহান, মিজান , কাকন, রাফি, জাহিদ ও অন্তরসহ অনেকে।



















