জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: আবু জাফর
- আপলোড সময় : ১২:২৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেনা ঢাকা-৩ আসনে জাতীয় কংগ্রেস মনোনীত ডাব মার্কার প্রার্থী মো. আবু জাফর।
আজ শুক্রবার ( ২৩ জানুয়ারি) বিকালে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। আবু জাফর বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলন ঘটাতে হবে। ভোটকেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। তাদের ভোটের অধিকার ক্ষুণ্ন হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। তাই নির্বাচন কমিশন ও প্রশাসনকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।নির্বাচনী প্রচারণায় তাঁর সঙ্গে জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।





















