বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে— নবীউল্লাহ নবী
- আপলোড সময় : ০২:৪৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
ঢাকা–৫ আসনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। এ সময় তিনি বলেন, অতীতের সংসদ সদস্যদের উচিত ছিল মুক্তিযোদ্ধাদের জন্যও একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নবী টাওয়ারে ঢাকা–০৫ সংসদীয় আসনের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, স্বাধীনতার পর থেকে ঢাকা–৫ আসনে মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন হয়নি। রাজধানীর প্রবেশদ্বার হওয়া সত্ত্বেও এখানে কোনো মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, সমাবেশ কিংবা মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জন্য উল্লেখযোগ্য সরকারি উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, এই আসনে দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতাল, কলেজ, খেলার মাঠ, শিশু পার্ক ও কমিউনিটি সেন্টারের অভাব রয়েছে। পাশাপাশি গ্যাস ও পানির তীব্র সংকটে মানুষ বছরের পর বছর ভোগান্তিতে রয়েছে, যা জনপ্রতিনিধিদের অবহেলার ফল। নির্বাচিত হলে তিনি ঢাকা–৫ আসনের বঞ্চিত মানুষের অধিকার আদায়ে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৫ নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক জামশেদুল আলম ও সদস্য সচিব মো. ফেরদৌস হোসেন রনি। এছাড়াও ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।





















