জলাবদ্ধতা নিরসন ও পরিকল্পিত ডেমরা গড়ার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবীর
- আপলোড সময় : ১০:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
ঢাকা-৫ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী ধানের শীষ প্রতীককে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে করছেন। রোববার দুপুরে ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ড এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি গণসংযোগ, লিফলেট বিবতরণ, উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা করেন। এদিকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তিনি নির্বাচনী মাঠে নিজের অবস্থান শক্ত করছেন।
নবী উল্লাহ নবী দাবি করেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে একটি জনগণের নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। জনগণের অধিকার ও জনস্বার্থ রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
ঢাকা-৫ আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এই এলাকায় বহু অসমাপ্ত ও অবহেলিত উন্নয়ন কাজ রয়েছে, যা দীর্ঘদিন ধরে জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে এসব কাজ দ্রুত ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন। বিশেষ করে বাঁধের ভেতরে বসবাসরত প্রায় ১০ লাখ মানুষের ভয়াবহ জলাবদ্ধতার সমস্যাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান। নবী উল্লাহ নবী বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম এলেই ডেমরার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়, জনজীবন স্থবির হয়ে পড়ে। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও সমন্বিত পানি নিষ্কাশন পরিকল্পনা গ্রহণ করা হবে।
একই সঙ্গে তিনি একটি আধুনিক ও পরিকল্পিত ডেমরা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তার উন্নয়ন ভাবনায় রয়েছে, একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল, শিশুদের জন্য আধুনিক শিশু পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত বিনোদন স্থান, কমিউনিটি সেন্টার, নারীদের উচ্চশিক্ষার জন্য একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা।























