বুবলী পরীমনি ও মাহিকে নিয়ে কাজ করার ইচ্ছা হিরো আলমের
- আপলোড সময় : ০৯:৩৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ৬৮১ বার পড়া হয়েছে
বুবলী পরীমনি ও মাহিকে নিয়ে কাজ করার ইচ্ছা হিরো আলমের সাম্পতিক সময়ের সোশাল মিডির আলোচিত ব্যক্তি হিরো আলম। সেই সুবাদে তিনি গান, নাটক ও সিনেমায় কাজ করছেন। বিনোদন জগতেও খ্যাতি পেয়েছেন, বেশি আলোচিত হয়েছেন রাজনীতিতে এসে। সমসাময়িক নানা ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকে তিনি।
সম্প্রতিক সময়ে নাট্যকার মামুনুর রশীদের মন্তব্যের জেরে দেশব্যাপী আলোচনা-সমালোচনার শীর্ষে হিরো আলম। শুধু তাই নয়, টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তিনি। তবে সেই বিরূপ মন্তব্যকে পাত্তা দিতে চাইছেন না হিরো আলম। কাজের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমান দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এই ইউটিউবার।
এক বিশেষ সাক্ষাৎকারে হিরো আলম জানান, সিনেমায় প্রথম সারির নায়িকাদের সাথে কাজ করার ইচ্ছা আছে।
হিরো আলম বলেন, আমাদের দেশের প্রথম সারির নায়িকার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। তাদেরকে আমি শ্রদ্ধা করি, তারাও আমাকে স্নেহ করেন। আমার বিশ্বাস, আমার সঙ্গে কাজ করার জন্য যাকে প্রস্তাব দিব সেই রাজি হবে।
ভবিষ্যতে যে সিনেমা বানাবেন, সেখানে কোনো নায়িকাকে নিয়ে কাজ করার চিন্তা আছে? এমন প্রশ্নে হিরো আলম বলেন, সবার সঙ্গেই কাজ করার ইচ্ছা আছে আমার। শুধু সময়ের প্রয়োজন। সময়ের পরিক্রমায় এক সময় সবার সঙ্গে আমার সিনেমা থাকবে, কারণ তাদের থেকে আমার যোগ্যতা কোনও অংশে কম নয়।
সবার সাথে কাজ করার যোগ্যতা আমার আছে। আমাদের সমাজের একশ্রেণির লোকরা সবার সঙ্গে কাজ করার সুযোগ করে দেয় না।
যখনই কোনো নায়িকার সঙ্গে আমি কাজ করার চুক্তি করি, এর পরে কিছু মানুষ তাদের ধুয়ে দেয়। তারা বলে, আপনি এ গ্রেডের নায়িকা হয়েও কেন হিরো আলমের সঙ্গে কাজ করবেন। এধরনের কথায় তারা পিছুহটে। আমি মনে করি, তাদের যোগ্যতা আর আমার যোগ্যতা কোনো অংশেই কম নয়।
সামনে সিনেমায় এ সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী, অপু বিশ্বাস ও পরীমনির সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। আশা করছি তারা আমার সঙ্গে কাজ করবে।