বিচ্ছেদ নয়,সুখবর দিলেন মিথিলা
- আপলোড সময় : ০৩:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
দীর্ঘদিন ধরেই কলকাতায় স্বামী সন্তান নিয়ে সংসার করছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ের পর কলকাতায় বেশি সময় কাটান মিথিলা। তবে সম্প্রতি সৃজিতের সাথে মিথিলার সংসার ভাঙ্গার গুঞ্জন ছড়ায়। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার সুখবর দিলেন মিথিলা। কলকাতার নতুন একটি সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘অভাগীর স্বর্গ’ নিয়ে একটি কাহিনী নির্ভর সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। সিনেমার নাম ‘ও অভাগী’ । সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও থাকছেন সায়ন ঘোষ, দেবযানী চট্টোপাধ্যায়, সুব্রত দত্তসহ আরও অনেকে। তবে পরিচালকের ভাষ্যমতে হুবুহু ‘অভাগীর স্বর্গ’ এর কাহিনির আদলে নির্মাণ করছেন না এই সিনেমা।
পরিচালক বলেন, সিনেমার প্রয়োজনে গল্পে কিছুটা পরিবর্তন এনেছি । সত্তর ও আশির দশকে নিয়ে আসা হয়েছে এই কাহিনিকে। ফলে অনেকটা সময়ের ছাপ পাওয়া যাবে এই সিনেমার কাহিনিতে। মিথিলাকে এই সিনেমায় ১৬ ও ৩০ এই দুই বয়সে দেখা যাবে। দুই বয়সেই তাকে দারুন ভাবে তুলে ধরা হয়েছে।
মিথিলা বলেন, এই সিনেমার একটা ব্যাপার খুব দারুন লেগেছে, যেভাবে সেই সময়ের গল্পকে সত্তর আশি দশকে নিয়ে আসা হয়েছে ও এটির অ্যাডপটেশন হয়েছে ব্যাপারটা দারুন লেগেছে আমার কাছে।মূলত সেই কারনেই এই সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছি আমি।
সিনেমাটি প্রযোজনা করছে স্বভূমি এন্টারটেইনমেন্ট। খুব শীঘ্রই ‘ও অভাগী’ সিনেমাটির শুটিং শুরু হবে । এই সিনেমায় গান করবেন কলকাতার রুপঙ্কর বাগচী, লগ্নজিতা, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের অনিমেষ রায়। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী নিজেই।