ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএম কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ৪২৯ বার পড়া হয়েছে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মুসলিম ছাত্রাবাসের (মুসলিম হল) পরিত্যক্ত একটি কক্ষ থেকে মাইনুল ইসলাম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাইনুল কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষাথী এবং ওই হলের আবাসিক ছাত্র ছিলেন। শনিবার (১৭ জুন) বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কলেজ প্রশাসন জানায়, মাইনুলের বাড়ি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রামে। তিনি ওই এলাকার আবদুর রহিম হাওলাদারের ছেলে। ওই ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায়।
বিপ্লব কুমার রায় জানান, মুসলিম ছাত্রাবাসের একটি টিনশেড ভবনের একটি ঘরের কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মাইনুলের লাশ দেখে কলেজ প্রশাসন পুলিশকে জানায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন।
বিপ্লব কুমার রায় আরও বলেন, ‘প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ’
সহপাঠীদের উদ্ধৃতি দিয়ে কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার প্রথম আলোকে বলেন, মাইনুল ভালো ক্রিকেট ও ফুটবল খেলতেন। কিন্তু কয়েক দিন ধরে তিনি মাঠে অনুপস্থিত ছিলেন। প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিকভাবে টানাপোড়েনে ছিলেন মাইনুল। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বন্ধু-সহপাঠীদের সঙ্গে কথা বলতেন না। ধারণা করা হচ্ছে, এর জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে মাইনুলের লাশ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএম কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আপলোড সময় : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মুসলিম ছাত্রাবাসের (মুসলিম হল) পরিত্যক্ত একটি কক্ষ থেকে মাইনুল ইসলাম নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাইনুল কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষাথী এবং ওই হলের আবাসিক ছাত্র ছিলেন। শনিবার (১৭ জুন) বিকেলে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কলেজ প্রশাসন জানায়, মাইনুলের বাড়ি বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রামে। তিনি ওই এলাকার আবদুর রহিম হাওলাদারের ছেলে। ওই ছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায়।
বিপ্লব কুমার রায় জানান, মুসলিম ছাত্রাবাসের একটি টিনশেড ভবনের একটি ঘরের কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় মাইনুলের লাশ দেখে কলেজ প্রশাসন পুলিশকে জানায়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন।
বিপ্লব কুমার রায় আরও বলেন, ‘প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ’
সহপাঠীদের উদ্ধৃতি দিয়ে কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন সরোয়ার প্রথম আলোকে বলেন, মাইনুল ভালো ক্রিকেট ও ফুটবল খেলতেন। কিন্তু কয়েক দিন ধরে তিনি মাঠে অনুপস্থিত ছিলেন। প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিকভাবে টানাপোড়েনে ছিলেন মাইনুল। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বন্ধু-সহপাঠীদের সঙ্গে কথা বলতেন না। ধারণা করা হচ্ছে, এর জেরেই তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ‘আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষে মাইনুলের লাশ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন