ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় ঘেরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

মো.মাজহারুল ইসলাম, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
মো.মাজহারুল ইসলাম, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপলোড সময় : ০৭:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় শাহীন ফকির নামে এক ব্যক্তির ঘেরে বিষ প্রয়োগ করে কমপক্ষে ১০লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১২ ই মে) ভোররাতে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে ০৬নং ওয়ার্ডের বড় তালুকদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাহীন ফকির দীর্ঘ বছর যাবত ৪ একর জমি লিজ নিয়ে ঘের করে মাছ চাষ করে আসছেন। ঘেরে এই বছর কয়েক লাখ টাকার রুই, কাতল, মৃগেল,গ্রাস কার্প,চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন তিনি।আগামী সপ্তাহে কিছুমাছ বাজারে বিক্রি করার কথা ছিল। কিন্তু তার আগেই রবিবার ভোররাতে দুর্বৃত্তরা ঘেরে বিষপ্রয়োগ করে।

সকালে মাছগুলো মরে পুকুরের পানিতে ভাসতে শুরু করলে শাহীন ফকির দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাসির উদ্দিন ।

এদিকে ক্ষতিগ্রস্ত শাহীন ফকির বলেন, পূর্বশত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমি ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার বিচার চাই।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন, বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা আমি শুনেছি।এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গলাচিপায় ঘেরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন

আপলোড সময় : ০৭:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

পটুয়াখালীর গলাচিপায় শাহীন ফকির নামে এক ব্যক্তির ঘেরে বিষ প্রয়োগ করে কমপক্ষে ১০লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১২ ই মে) ভোররাতে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে ০৬নং ওয়ার্ডের বড় তালুকদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাহীন ফকির দীর্ঘ বছর যাবত ৪ একর জমি লিজ নিয়ে ঘের করে মাছ চাষ করে আসছেন। ঘেরে এই বছর কয়েক লাখ টাকার রুই, কাতল, মৃগেল,গ্রাস কার্প,চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়েছিলেন তিনি।আগামী সপ্তাহে কিছুমাছ বাজারে বিক্রি করার কথা ছিল। কিন্তু তার আগেই রবিবার ভোররাতে দুর্বৃত্তরা ঘেরে বিষপ্রয়োগ করে।

সকালে মাছগুলো মরে পুকুরের পানিতে ভাসতে শুরু করলে শাহীন ফকির দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাসির উদ্দিন ।

এদিকে ক্ষতিগ্রস্ত শাহীন ফকির বলেন, পূর্বশত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমি ক্ষতিপূরণের পাশাপাশি এই ঘটনার বিচার চাই।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান বলেন, বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা আমি শুনেছি।এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন