ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা “রক্তাক্ত দেশ ” লেখক : প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)
  • আপলোড সময় : ১১:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

রক্তাক্ত দেশ
——- প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

এদেশের দামাল ছেলের দল
করছে কতো দাবী, করতে রদবদল।
সরকার করছে টালবাহানা
দাবী না মানলে ছাত্ররা রাজপথ ছাড়বে না।
উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
সরকারের নির্দেশনা জানাতে।
বেগবান স্রোতের মতো জমাট হচ্ছে ছাত্র
খবর এলো এই মাত্র।
অলিগলি আর রাজপথে
ছাত্র জনতা একসাথে।
কোটা সংস্কার আন্দোলনে
সরকার হঠানোর মতলবে।
দিচ্ছে ছাত্ররা আট দফা
সরকার করছে রফাদফা।
ছাত্ররা জীবন বাজিতে আত্মহারা
অনিশ্চিত ভাবনায় অভিভাবক দিশেহারা।
লাগছে পুলিশ মারছে জনতা
মরছে পুলিশ সাংবাদিক ছাত্র আর জনতা।
ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ও জনতার
রক্ষা পায়নি কেউই এবার।
সন্তান হারানোর শোকে কাঁদছে কতো স্বজন
এ শোক পারবে কী কেউ, মুছে দিতে এখন !
বিরোধী ও ক্ষমতাসীনদের অন্তর অনলে
ক্ষমতার দ্বন্দ্বে আমরা আমজনতা রোষানলে।
অভাব অনটন আর অর্ধাহারে
ধুঁকে ধুঁকে মরছে মানুষ অনাহারে।
এদিকে নেইকো খেয়াল কারো
দাবী আদায়ে জনগণ বলী হচ্ছে আরো।
দেশ পরিচালনার কর্ণধাররা বলতে পারবে কী আজো
এভাবে রাষ্ট্র চলবে আর কতো?
চাই না ! এদেশে আর বুকের তাজা রক্ত
জীবন যুদ্ধে হই যদি একে-অন্যের প্রতি ভক্ত।

——— সমাপ্ত ———–

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কবিতা “রক্তাক্ত দেশ ” লেখক : প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

আপলোড সময় : ১১:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

রক্তাক্ত দেশ
——- প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

এদেশের দামাল ছেলের দল
করছে কতো দাবী, করতে রদবদল।
সরকার করছে টালবাহানা
দাবী না মানলে ছাত্ররা রাজপথ ছাড়বে না।
উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
সরকারের নির্দেশনা জানাতে।
বেগবান স্রোতের মতো জমাট হচ্ছে ছাত্র
খবর এলো এই মাত্র।
অলিগলি আর রাজপথে
ছাত্র জনতা একসাথে।
কোটা সংস্কার আন্দোলনে
সরকার হঠানোর মতলবে।
দিচ্ছে ছাত্ররা আট দফা
সরকার করছে রফাদফা।
ছাত্ররা জীবন বাজিতে আত্মহারা
অনিশ্চিত ভাবনায় অভিভাবক দিশেহারা।
লাগছে পুলিশ মারছে জনতা
মরছে পুলিশ সাংবাদিক ছাত্র আর জনতা।
ক্ষতি হচ্ছে রাষ্ট্রের ও জনতার
রক্ষা পায়নি কেউই এবার।
সন্তান হারানোর শোকে কাঁদছে কতো স্বজন
এ শোক পারবে কী কেউ, মুছে দিতে এখন !
বিরোধী ও ক্ষমতাসীনদের অন্তর অনলে
ক্ষমতার দ্বন্দ্বে আমরা আমজনতা রোষানলে।
অভাব অনটন আর অর্ধাহারে
ধুঁকে ধুঁকে মরছে মানুষ অনাহারে।
এদিকে নেইকো খেয়াল কারো
দাবী আদায়ে জনগণ বলী হচ্ছে আরো।
দেশ পরিচালনার কর্ণধাররা বলতে পারবে কী আজো
এভাবে রাষ্ট্র চলবে আর কতো?
চাই না ! এদেশে আর বুকের তাজা রক্ত
জীবন যুদ্ধে হই যদি একে-অন্যের প্রতি ভক্ত।

——— সমাপ্ত ———–

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন