খানসামায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত
- আপলোড সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ৪০২ বার পড়া হয়েছে
প্রতিনিধি,খানসামা,দিনাজপুর।
দিনাজপুরের খানসামায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে।
শনিবার (০৫ আগস্ট) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন,উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা। পরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা ডিগ্রী কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি এসিল্যান্ড মারুফ হাসান , উপজেলা মহিলা ভাইষ চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, খানসামা ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপজেলা আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।