খানসামায় বদলীজনিত এসিল্যান্ড মারুফ হাসানের বিদায় সংবর্ধনা
- আপলোড সময় : ০৫:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ৩৮৫ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মারুফ হাসানের পদন্নোতিজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।
সোমবার (২২ জানুয়ারি) অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে বিদায়ী এসিল্যান্ড মারুফ হাসানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায়,বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,ভাইস চেয়ারম্যান এটিএম সুজা উদ্দিন লুহিন শাহ,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ মোজাহারুল ইসলাম সহ অফিসার্স ক্লাবের সকল সদস্য ও সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র কর্মীরা।