খানসামায় দুই মাদকসেবী গ্রেফতার
- আপলোড সময় : ১১:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৯৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের খানসামা উপজেলায় দুই মাদকসেবী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চৌকস সদস্যদের হাতে আটক হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক দুইজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন।
গ্রেফতার দুই মাদকসেবী হলেন উপজেলার কাচিনিয়া ভাবকী ইউনিয়নের দেউলগাঁও জুগী পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে দুলাল মিয়া (৬০) ও আজাদ আলীর ছেলে বাদশা মিয়া (৪০)। এসময় তাদের কাছে ১০ পিস টাপেন্ডাল ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস টিমের সদস্যরা ঐ এলাকায় তাদের নিজ বাড়ি থেকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর মো: হাসিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবী আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা শেষে রবিবার দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আটক দুইজনকে মাদক সেবনের দায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা চান এই ইউএনও।