রিয়াদে জনপ্রিয় আমিয়াল গ্রুপের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত
- আপলোড সময় : ০২:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ২৮৭ বার পড়া হয়েছে
সৌদি আরবের রাজধানী রিয়াদে জনপ্রিয় প্রতিষ্ঠান আমিয়াল গ্রুপ উদ্যোগে আয়োজিত পিঠা উৎসব ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে। আমিয়াল গ্রুপের এমডি ইনভেস্টর ইঞ্জিনিয়ার ইয়াসীন মিয়ার সভাপতিত্বে ও
আমিয়াল গ্রুপের আইন সহায়ক ও ইনভেস্টমেন্ট পরিচালক শায়খ মুহাম্মাদ আব্দুল ওয়াসে’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইনভেস্টর মুহাম্মাদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ফ্লাই সিটি ট্রাভেল এন্ড টুরিজম’র স্বত্বাধিকারী হাবীবুর হরমান দিদার,সানসিটি পলি ক্লিনিক এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবী আবদুল হাকিম,আইয়ুব ফ্রাস্ট ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ও সৌদি বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরাম’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ আইয়ুব, বাংলাদেশ হোটেলের স্বত্তাধিকারী ইকবাল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মুফাররফ হোসেন,আল-আমীন বিন আব্দুল আজীজ,আব্দুল আজীম গাজীপুর,মুহাম্মাদ শরীফ শেখ ও ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং ম্যানেজার মুহাম্মাদ রিজওয়ানুর রহমান।
সৌদী আরবে অর্থনীতি,সমাজ সেবা,উদ্দ্যোক্তায় ও অন্যান্য বিষয়ে অবদান রাখায়-মুহাম্মাদ ইয়াসীন মিয়া,হাবীবুর রহমান দীদার, মুহাম্মাদ ইসলাম,ইকবাল হোসেন,শায়খ মুহাম্মাদ আব্দুল ওয়াসে, ইসমাঈল হোসেন,আল-আমীন আব্দুল আজীজ,মুহাম্মাদ বেলাল হোসেন,মুশাররফ হোসেন বাগমারা,ফখরুল ইসলাম, ফরীদ আহমাদ,বেলাল হোসেন,ফারুক হোসেন, আব্দুর রহমান ও সৌদি কারিকুলাম -কলেজ লেভেল- পরীক্ষায় 100% পাওয়ায় মারয়াম বিনতে মুহাম্মাদ আব্দুল ওয়াসে’কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে RTV সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক সোহরাব হোসেন লিটন,মুহাম্মাদ আইয়ুব,NTV সৌদি আরব ব্যুরো চীফ সাংবাদিক ফারুক আহমেদ চাঁন,Bangla tv সৌদি আরব প্রতিনিধি আবুল কালাম আজাদ লিটন,ব্যবসায়ী আব্দুল্লাহ্ আল-মামুন,আনোয়ার হোসেন,রায়হান কবীর,মুহাম্মাদ হাবিবুর রহমান হাবিব,আব্দুল্লাহ্ আল-মামুন,মুহাম্মাদ হাকীম মুহাম্মাদ কাবীর,মুহাম্মাদ শরীফ শেখ ও আব্দুল আজীম’কেও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জিসানহোসেন,শাহিন মিয়া,মোজাম্মেল হক, মিজানুর রহমান,নোমান হাশেম,প্রিন্স লিমন প্রমুখ।