বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব পালিত
- আপলোড সময় : ০৫:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৪৪১ বার পড়া হয়েছে
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য কে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ তারুণ্যে ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) সকালে দিনাজপুরের খানসামায় উপজেলা পরিষদের সভাকক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক কর্মশালা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকার।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায়, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকার সহ ট্রেনিংয়ে অংশ গ্রহণ করা যুবকরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের কর্মের মাধ্যমে জীবন যাত্রার মান পরিবর্তন করতে হবে। তরুণরা জাতির ভবিষ্যত। জুলাই বিপ্লবের মূল প্রতিপাদ্য ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা আর এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এই সক্ষমতা শুধু তরুণদের হাতেই আছে। আমরা বিশ্বাস করি তরুণরা শুধু কথায় বিশ্বাস করে না তারা কাজেও বিশ্বাস করে।
উল্লেখ্য যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ছয় দিন ট্রেনিং চলবে।