সৌদি আরবে “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটি”র বনভোজন ও নাশিদ সন্ধ্যা
- আপলোড সময় : ০৫:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / ২৪১ বার পড়া হয়েছে
শীত এলেই পিকনিক বা বনভোজনের ধুম পরে। বছরের শেষে কিংবা নতুন বছরের শুরুতেই বনভোজনের যাওয়ার প্রস্তুতি শুরু হয়।
সারাদিনের ব্যস্ত রুটিনে মাঝে মাঝে দমবন্ধ হয়ে আসে। আর এই বদ্ধ রুটিন থেকে একটু বেরিয়ে
সাপ্তাহিক ছুটির দিনে প্রকৃতির টানে এবং সবার সাথে আনন্দমুখর সময় কাটাতে দেশের গন্ডি পেড়িয়ে প্রবাসের মাটিতে “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সোসাইটি”র উদ্যোগে আয়োজন করা হয় “শীতকালীন বনভোজন বা আনন্দ ভ্রমণ।
রিয়াদ থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে মুজাহামিয়া শহরে বিশাল মরুভূমি এবং মাজরার পাশে একটি ইস্তেরাহায় প্রবাসী বাংলাদেশীদের ফ্যামিলি নিয়ে আয়োজন করা হয় বনভোজন এবং নাশিদ সন্ধ্যা। এছাড়াও ছোট এবং বড়দের জন্য ব্যাডমিন্টন এবং ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
রিয়াদে অবস্থানরত বিশিষ্ট আলেমেদ্বীন,প্রবাসী ব্যাবসায়ী এবং দেশ থেকে ভিজিট ভিসায় আগত কয়েকটি ফ্যামিলি সহ প্রায় ৫০জনের অংশগ্রহণে
সেখানে দেশীয় হাঁস-মুরগী,কয়লার চা রান্না করে পরিবেশন করা হয়।
আসরের নামাজের মুফতী জহিরুল ইসলাম,
শায়েখ আব্দুল আলীম মাহদী,মাওলানা হামিম সাহেবের উপস্থিতিতে শাহাদাত আল মাহদীর উপস্থাপনায় আলোচনা সভা এবং নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শায়েখ মাহমুদুল হাসান।
নাশিদ পরিবেশন করেনঃ মাসুম বিন মাহবুব,শাহাদাতুল্লাহ ফয়েজি,খালেদ সাইফুল্লাহ,শেখ ত্বহা,শেখ শহীদুল,উসমান মাহমুদ সহ অনেকে।