আগস্টের পরাজিত শক্তিগুলো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত : গয়েশ্বর চন্দ্র রায়
- আপলোড সময় : ১০:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ২৯৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হলেও, আগস্টের পর থেকে পরাজিত শক্তিগুলো নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবিরোধী এসব তৎপরতা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে।”
মঙ্গলবার (৫ আগস্ট) দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির উদ্যোগে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ উপলক্ষে বিজয় র্যালি শেষে হাসনাবাদ বিআরটি এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৭১ সালের পরাজিত শক্তি, ৭ই নভেম্বরের ষড়যন্ত্রকারী ও সর্বশেষ ৫ আগস্টের ব্যর্থ গোষ্ঠী একত্রিত হয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় নেমেছে। নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত গভীর হবে। অতএব, বড় ধরনের অপতৎপরতা শুরুর আগেই দ্রুত জাতীয় নির্বাচন দিন।”
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে বৈষম্যহীন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ফিরে পেয়েছি। এই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এই অভ্যুত্থানের ফলেই শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের অবসান হয়েছে। তিনি প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।”
বর্তমান প্রজন্মের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। তারা জানেই না গণতন্ত্রের স্বাদ কেমন। বিএনপি এসব অন্যায়ের বিচার চায়। শেখ হাসিনার বিচার আজ না হোক, চার বছর পর হলেও হবে। আমাদের সংগ্রাম তারই জন্য।”
তিনি দাবি করেন, “বিএনপি কখনো আওয়ামী লীগের গণহত্যা ভুলে যাবে না। দলের নেতাকর্মীদের ত্যাগ ও নির্যাতনের ইতিহাস বিচারহীন থাকবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার একদিন এই অপশাসনের বিচার করবে।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।