তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ডেমরায় বিএনপি’র লিফলেট বিতরণ

- আপলোড সময় : ১২:৫৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ডেমরায় বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার পাইটি এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলীর আংশিক এলাকা) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নবী উল্লাহ নবী। জুম্মা নামাজ শেষে শুরু হওয়া এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে।
এ নবী উল্লাহ নবী বলেন, এলাকার জনগণকে সঙ্গে নিয়ে তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলবেন। ঢাকা-৫ আসন হবে সাম্য, ন্যায় ও শান্তির জনপদ ।
তিনি আরো বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে মসজিদকেন্দ্রিক ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাই। তিনি আরও বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটিয়ে শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, এবং ডিএনডি প্রকল্পের জলাবদ্ধতা নিরসন আমার প্রধান অগ্রাধিকার।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস. এম. রেজা চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। এছাড়া থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।