সেনবাগের গর্ব! সুপ্রিম কোর্টের হাইকোর্টে স্থায়ী বিচারপতি হলেন সৈয়দ তাজরুল হোসেন জুয়েল
- আপলোড সময় : ১১:১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২০২ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগ উপজেলার কৃতি সন্তান সৈয়দ তাজরুল হোসেন জুয়েল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারপতিদের শপথবাক্য পাঠ করান।
সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর শাহাপুর গ্রামের গর্বিত সন্তান বিচারপতি তাজরুল হোসেন জুয়েল দীর্ঘদিন ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থায়ী নিয়োগ পাওয়ায় তিনি সেনবাগবাসীসহ নোয়াখালীবাসীর গর্বে পরিণত হয়েছেন।
তার পিতা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মো. রুহুল আমিন বিএসসি, চাচা ইঞ্জিনিয়ার নুরুল আমিন, মেজো ভাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার সৈয়দ নাজমুল হোসেন সোহেল, এবং ছোট ভাই নোয়াখালী সরকারি আব্দুল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ কামরুল হোসেন ফারুক—সবাই নিজ নিজ ক্ষেত্রে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
বিচারপতি তাজরুল হোসেন জুয়েলের এই অর্জনে সেনবাগে আনন্দের বন্যা বইছে। এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটি শুধু সেনবাগ নয়, গোটা নোয়াখালীর জন্য এক গৌরবময় অর্জন।”
তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সবাই মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন।

















