ডেমরায় গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী কারাগারে
- আপলোড সময় : ০৯:০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / ২১১ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় গ্রেফতার ছাত্রলীগের কর্মী মো. মোনায়েমকে (২৫) শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গত ৩১ অক্টোবর সকালে ডেমরার পাইটি বটতলা মোড়ে সরকার ও রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিল করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গত ১ নভেম্বর ডেমরা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। গ্রেফতারকৃত মোনায়েম ডেমরার খলাপাড়া এলাকার মো. আবুল হোসেন আবুর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে কোনাপাড়া-ষ্টাফ কোয়ার্টার গামী এক্সপ্রেসওয়ের পাশের রাস্তায় পাইটি বটতলার মোড়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়।
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, আসামি মোনায়েম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে উগ্রবাদী সহযোগীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং প্রজাতন্ত্রের সম্পত্তি ক্ষতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





















