ডেমরায় ডিবির অভিযানে গ্রেফতার দুই মাদক চোরাকারবারি কারাগারে
- আপলোড সময় : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার দুই মাদক চোরাকারবারিকে সোমবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রানীমহল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে যার অনুমান মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো— নরসিংদী জেলার মনোহরদী থানার চালাকচর গ্রামের মৃত মুসলিমের ছেলে মো. সবুজ (৪৫) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ ফালগুনকরা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. শিপন (৪০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রোববার রাতে ডেমরা থানায় মামলা করে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. তাইফুর রহমান মির্জা জানান, ডিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিমের ওই অভিযানের নেতৃত্ব দেয় সহকারী পুলিশ কমিশনার মো. আলী আশরাফ। এদিকে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।























