ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযানে কাঁচা বাজারে তিন চাঁদাবাজ গ্রেফতার

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৩২৪ বার পড়া হয়েছে

সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার দুপুরে নিয়মিত টহল কার্যক্রমের হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে।

সেনাবাহিনী সূত্র জানায়, হেমায়েতপুর কাঁচা বাজারসংলগ্ন এলাকায় টহলরত সেনাসদস্যরা কয়েকজন ব্যক্তিকে চাঁদাবাজি ও জুয়ায় লিপ্ত অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় সেনাবাহিনী। তাঁরা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিন ধরে তাঁদের জুয়া ও চাঁদাবাজির কার্যক্রমের বিষয়ে অভিযোগ করে আসছিলেন।

আটক ব্যক্তিদের কাছ থেকে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, জুয়ার লেনদেনসংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থ, মোবাইল ফোনসহ ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পরে বিষয়টি স্থানীয় থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মালামাল নিজেদের জিম্মায় নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সেনাবাহিনীর অভিযানে কাঁচা বাজারে তিন চাঁদাবাজ গ্রেফতার

আপলোড সময় : ০৬:৩০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার দুপুরে নিয়মিত টহল কার্যক্রমের হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে।

সেনাবাহিনী সূত্র জানায়, হেমায়েতপুর কাঁচা বাজারসংলগ্ন এলাকায় টহলরত সেনাসদস্যরা কয়েকজন ব্যক্তিকে চাঁদাবাজি ও জুয়ায় লিপ্ত অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় সেনাবাহিনী। তাঁরা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিন ধরে তাঁদের জুয়া ও চাঁদাবাজির কার্যক্রমের বিষয়ে অভিযোগ করে আসছিলেন।

আটক ব্যক্তিদের কাছ থেকে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, জুয়ার লেনদেনসংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থ, মোবাইল ফোনসহ ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পরে বিষয়টি স্থানীয় থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মালামাল নিজেদের জিম্মায় নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন