ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যায় বাবু চেয়ারম্যানের দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ৩৭৭ বার পড়া হয়েছে

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দায় স্বীকার করেছেন মামলার প্রধান আসামি সদ্য বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা পৌনে ২টায় বাবু চেয়ারম্যানকে শুক্রবার দুপুর দেড়টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে তাকে তোলা হয়। সেখানে বিচার কার্যক্রম চলছে।
জামালপুর ডিবি পুলিশের ওসি আরমান আলী বলেন, ‘পুলিশের রিমান্ডে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে তোলা হয়েছে। বিচারকের সামনে তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে আদালত ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করবেন।’
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই হত্যার ঘটনায় ইতোমধ্যে বাবু চেয়ারম্যানকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিক নাদিম হত্যায় বাবু চেয়ারম্যানের দায় স্বীকার

আপলোড সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার দায় স্বীকার করেছেন মামলার প্রধান আসামি সদ্য বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা পৌনে ২টায় বাবু চেয়ারম্যানকে শুক্রবার দুপুর দেড়টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে তাকে তোলা হয়। সেখানে বিচার কার্যক্রম চলছে।
জামালপুর ডিবি পুলিশের ওসি আরমান আলী বলেন, ‘পুলিশের রিমান্ডে মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে তোলা হয়েছে। বিচারকের সামনে তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে আদালত ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করবেন।’
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই হত্যার ঘটনায় ইতোমধ্যে বাবু চেয়ারম্যানকে পঞ্চগড় থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন