ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আরও একবার মেসি ম্যাজিকের অপেক্ষা, ফাইনালে চোখ মায়ামির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:১৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ৫৬৮ বার পড়া হয়েছে

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সকার লিগ এলএমএসের দল ইন্টার মায়ামিতে যাওয়ার পর দারুণ ফর্মে আছে দলটি। জিততে ভুলে যাওয়া দলটি ম্যাচের পর ম্যাচ জিতেই চলছে। যার জের ধরে লিগস কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির দল।
সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফিলডেলফিয়া ইউনিয়ন। এই দলের বিপক্ষে জিততে হলে বেশ ভালোই পরীক্ষা দিতে হবে মায়ামিকে। তবে লিওনেল মেসি আছেন বলেই ফাইনাল খেলার ভরসা পাচ্ছে মায়ামি। ফাইনালের আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তিমত্তা, পরিসংখ্যান ও জেতার সম্ভাবনা।

কোথায় কখন হবে ম্যাচটি
বাংলাদেশ সময় বুধবার (১৬ আগস্ট) ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের সুবারু পার্কে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশে থেকে স্যাটেলাইট চ্যানেলে খেলাটি সরাসরি দেখার ব্যবস্থা নেই। তবে ভক্ত সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে ভিডিওতে খেলাটি উপভোগ করতে পারবেন। এছাড়াও সাবস্ক্রিপশন ফি দিয়ে ‘অ্যাপল টিভি’ অ্যাপের মাধ্যমে অ্যাপল ডিভাইস থেকে ম্যাচটি উপভোগ করা যাবে।

ইন্টার মায়ামির শক্তিমত্তা
লিগস কাপের শেষ দিকে দুর্দান্ত ফর্মে ছিল ইন্টার মিয়ামি। শেষ পাঁচটি ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে দলটি। এরপর কোয়ার্টার ফাইনালে মেসি জাদুতে শার্লটকে ৪-০ গোলের ব্যবধানে ছিটকে দেয়। সেমিফাইনালেও মেসির দিকেই আলোটা থাকবে।

মায়ামি মূলত প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে আক্রমণের দিকেই বেশি মনোযোগী হয়। এভাবে খেলেই শেষ চারে পৌঁছেছে তারা। সেমিতেও এই নীতিতে খেলবে বলেই জানিয়েছেন দলটির কোচ। এই নীতিতে খেলে এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৭টি গোল করেছে তারা।

ফিলডেলফিয়ার দলীয় শক্তি
মায়ামির প্রতিপক্ষ ফিলডেলফিয়ার শক্তি হচ্ছে দলীয় আক্রমণ। তাদের কোনো তারকা খেলোয়াড় না থাকলেও দলের একতা দিয়ে ফাইনাল খেলার যোগ্যতা রাখে দলটি। যদিও কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই করে আসতে হয়েছে তাদেরকে।

মায়ামির ট্রাম্পকার্ড মেসি
মেসি আসার পর থেকেই বদলে গেছে মায়ামি। হার কি জিনিস সেটা যেন ভুলে গেছে দলটি। তাই সেমিফাইনালে মেসির দিকেই থাকবে সবটুকু আলো। ইতোমধ্যে ক্লাবের সাথে পাঁচ ম্যাচে ৮ গোল করে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর।

এছাড়াও রয়েছেন মার্টিনেজ, যিনি মেসির সাথে ৮ গোল করে যৌথভাবে দলের শীর্ষ গোলদাতা। সেমিতেও মার্টিনেজের দিকেও নজর থাকবে মায়ামি ভক্তদের।

ফিলডেলফিয়ার ভরসা ড্যানিয়েল
এদিকে ফিলডেলফিয়ার ভরসা হাঙ্গেরিয়ান তারকা ড্যানিয়েল গাজদাগ। যিনি একাই লিগস কাপে টেনে নিয়ে চলছেন দলকে। আসরে চার গোল করে দলের জয়ে অবদান রেখে চলছেন এই মিডফিল্ডার।

মুখোমুখি পরিসংখ্যান
ফিলডেলফিয়া ইউনিয়ন বনাম ইন্টার মিয়ামি মুখোমুখি লড়াইয়ে অবশ্য ফিলডেলফিয়া এগিয়ে। এখন পর্যন্ত পাঁচবারের দেখাতে দুইবার জিতেছে দলটি। ড্র করেছে দুইবার এবং হেরেছে একবার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরও একবার মেসি ম্যাজিকের অপেক্ষা, ফাইনালে চোখ মায়ামির

আপলোড সময় : ১২:১৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের সকার লিগ এলএমএসের দল ইন্টার মায়ামিতে যাওয়ার পর দারুণ ফর্মে আছে দলটি। জিততে ভুলে যাওয়া দলটি ম্যাচের পর ম্যাচ জিতেই চলছে। যার জের ধরে লিগস কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির দল।
সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফিলডেলফিয়া ইউনিয়ন। এই দলের বিপক্ষে জিততে হলে বেশ ভালোই পরীক্ষা দিতে হবে মায়ামিকে। তবে লিওনেল মেসি আছেন বলেই ফাইনাল খেলার ভরসা পাচ্ছে মায়ামি। ফাইনালের আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তিমত্তা, পরিসংখ্যান ও জেতার সম্ভাবনা।

কোথায় কখন হবে ম্যাচটি
বাংলাদেশ সময় বুধবার (১৬ আগস্ট) ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের সুবারু পার্কে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশে থেকে স্যাটেলাইট চ্যানেলে খেলাটি সরাসরি দেখার ব্যবস্থা নেই। তবে ভক্ত সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে ভিডিওতে খেলাটি উপভোগ করতে পারবেন। এছাড়াও সাবস্ক্রিপশন ফি দিয়ে ‘অ্যাপল টিভি’ অ্যাপের মাধ্যমে অ্যাপল ডিভাইস থেকে ম্যাচটি উপভোগ করা যাবে।

ইন্টার মায়ামির শক্তিমত্তা
লিগস কাপের শেষ দিকে দুর্দান্ত ফর্মে ছিল ইন্টার মিয়ামি। শেষ পাঁচটি ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে দলটি। এরপর কোয়ার্টার ফাইনালে মেসি জাদুতে শার্লটকে ৪-০ গোলের ব্যবধানে ছিটকে দেয়। সেমিফাইনালেও মেসির দিকেই আলোটা থাকবে।

মায়ামি মূলত প্রতিপক্ষের দুর্বলতা চিহ্নিত করে আক্রমণের দিকেই বেশি মনোযোগী হয়। এভাবে খেলেই শেষ চারে পৌঁছেছে তারা। সেমিতেও এই নীতিতে খেলবে বলেই জানিয়েছেন দলটির কোচ। এই নীতিতে খেলে এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৭টি গোল করেছে তারা।

ফিলডেলফিয়ার দলীয় শক্তি
মায়ামির প্রতিপক্ষ ফিলডেলফিয়ার শক্তি হচ্ছে দলীয় আক্রমণ। তাদের কোনো তারকা খেলোয়াড় না থাকলেও দলের একতা দিয়ে ফাইনাল খেলার যোগ্যতা রাখে দলটি। যদিও কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই করে আসতে হয়েছে তাদেরকে।

মায়ামির ট্রাম্পকার্ড মেসি
মেসি আসার পর থেকেই বদলে গেছে মায়ামি। হার কি জিনিস সেটা যেন ভুলে গেছে দলটি। তাই সেমিফাইনালে মেসির দিকেই থাকবে সবটুকু আলো। ইতোমধ্যে ক্লাবের সাথে পাঁচ ম্যাচে ৮ গোল করে ফেলেছেন আর্জেন্টাইন জাদুকর।

এছাড়াও রয়েছেন মার্টিনেজ, যিনি মেসির সাথে ৮ গোল করে যৌথভাবে দলের শীর্ষ গোলদাতা। সেমিতেও মার্টিনেজের দিকেও নজর থাকবে মায়ামি ভক্তদের।

ফিলডেলফিয়ার ভরসা ড্যানিয়েল
এদিকে ফিলডেলফিয়ার ভরসা হাঙ্গেরিয়ান তারকা ড্যানিয়েল গাজদাগ। যিনি একাই লিগস কাপে টেনে নিয়ে চলছেন দলকে। আসরে চার গোল করে দলের জয়ে অবদান রেখে চলছেন এই মিডফিল্ডার।

মুখোমুখি পরিসংখ্যান
ফিলডেলফিয়া ইউনিয়ন বনাম ইন্টার মিয়ামি মুখোমুখি লড়াইয়ে অবশ্য ফিলডেলফিয়া এগিয়ে। এখন পর্যন্ত পাঁচবারের দেখাতে দুইবার জিতেছে দলটি। ড্র করেছে দুইবার এবং হেরেছে একবার।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন