বিদেশিদের কাছে নির্যাতন চিত্র বই আকারে তুলে ধরবে বিএনপি
- আপলোড সময় : ১০:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ৩৯৬ বার পড়া হয়েছে
কর্মসূচিতে পুলিশি নির্যাতন ও সরকারি দলের হামলার চিত্র বই আকারে বিদেশিদের কাছে উপস্থাপন করবে বিএনপি। এ লক্ষ্যে দলের মানবাধিকার বিষয়ক কমিটি কাজ করছে। তারা সম্প্রতি ২৯ জুলাই ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিসহ গেল এক বছরে নেতাকর্মীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরবে। বইটিতে হামলার স্থিরচিত্রসহ নির্যাতনের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হবে।
দলীয় সূত্র জানায়, বই তৈরির জন্য ইতিমধ্যে পত্রিকার ফটোসাংবাদিকদের কাছ থেকে নির্যাতনের ছবি সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সময় স্পট থেকে তোলা ছবি ও তার বর্ণনা তুলে ধরা হবে। সেপ্টেম্বর মাসেই ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বইটি তুলে দেবে বিএনপি। পত্র-পত্রিকায় রিপোর্টের আলোকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ব্যাখ্যা করা হবে এ বইয়ে। সরকার পতনে এক দফা দাবি আদায়ে বিএনপি আন্দোলনের পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে যাচ্ছে। তারা দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবির পক্ষে জোরালো অবস্থান তুলে ধরছে। এরই অংশ হিসেবে বিএনপি এ উদ্যোগ নিয়েছে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন সময়ের আলোকে বলেন, দমন-পীড়ন চিত্র এবার ডকুমেন্ট আকারে তৈরি করছি। অবশ্যই আমরা ডকুমেন্টটি কূটনীতিকদের হাতে তুলে দেব। পর্যায়ক্রমে মানবাধিকার সংস্থা, বিভিন্ন সংগঠনসহ সবার কাছে তা পৌঁছে দেওয়া হবে। ডকুমেন্টে তথ্যপ্রমাণসহ কীভাবে কোন ঘটনাটি ঘটল গণমাধ্যমের সূত্র দিয়ে বিস্তারিত বিষয় উল্লেখ থাকবে। এ কাজটি করছে মানবাধিকার বিষয়ক কমিটি। মিডিয়া সেল তা প্রচার ও প্রকাশের কাজ করে থাকে। এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ সময়ের আলোকে বলেন, এটা প্রতি ১০ ডিসেম্বর প্রকাশ করা হয়ে থাকে। এবার কবে করছে তা ভালো বলতে পারবে মানবাধিকার বিষয়ক কমিটি। এ কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সময়ের আলোকে জানান, তাদের কাছে ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সরকারের নির্যাতনের চিত্র সংগৃহীত আছে। এখন ২০২২ ও চলতি বছরের চিত্র নিয়ে কাজ করা হচ্ছে।
প্রতি বছরের ১০ ডিসেম্বরের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সেমিনার করে বিএনপি। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশন প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়। সেখানে সরকারি বাহিনীর নির্যাতনের সবশেষ চিত্র ভিডিও উপস্থাপন করা হয়।
বিএনপি সম্প্রতি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়কে পুলিশের পেটানো ও ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সঙ্গে ধস্তাধস্তির ভিডিও উপস্থাপন করেছে। ঢাকার চার প্রবেশমুখে দলের অবস্থান কর্মসূচিতে তারা হামলার শিকার হন। ওইদিন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংষর্ষ হয়।
এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ররি মুনগোবেন বছর আগে ঢাকায় এলে তার সঙ্গে দেখা করে দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেয় বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি। তখন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল ররি মুনগোবেনের সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতে দেশের মানবাধিকার ইস্যুতে ভিডিও ও লিখিত বক্তব্য তুলে ধরেন তারা।