ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হিরো আলমকে রাষ্ট্রপতি প্রস্তাব করে নতুন রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৬০ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাষ্ট্রপতি প্রস্তাব রেখে নতুন বাংলা নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ‘নতুন বাংলা’ দলের চেয়ারম্যান মো. আকবর হোসেন ফাইটন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে সংবাদ সম্মেলন শুরু করেন ‘নতুন বাংলা’ দলের চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন মো. আকবর হোসেন ফাইটন।
এ সময় তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারি দল মনে করছে ক্ষমতা ছেড়ে দিলে তাদের মহাবিপদের সম্মুখীন হতে হবে। আর বিরোধী জোট মনে করছে তারা ক্ষমতায় না যেতে পারলে অস্তিত্বহীন হয়ে যাবেন। তারা ক্ষমতায় থাকার জন্য আর অন্যরা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রতিহিংসার কারণে বিভিন্ন দেশ বিভিন্নভাবে সুবিধা নিচ্ছে। দুর্নীতিবাজরা সরকারের দুর্বলতার কারণে সম্পদের পাহাড় গড়ছে।
বর্তমান সরকার বারবার সংবিধান লঙ্ঘণ করছে। বিরোধী জোট নেতৃত্ব সংকটে ভুগছে। দীর্ঘ সময় দু দলের অনুরূপ শাসনে জনগণ আজ অতীষ্ঠ। প্রশাসনে তেলবাজদের দৈরাত্ম্যে মেধাবী ও দক্ষ কর্মকর্তারা তাদের মতপ্রকাশে ব্যর্থ হয়েছে। আমরা চাই পরিবর্তন। যা সমগ্র জাতির সন্মান বৃদ্ধির লক্ষ্যে, সকলের সমমূল্যায়ণের উদ্দেশে দেশকে নতুনরূপে সাজাতে আমরা বদ্ধপরিকর। আত্মবিশ্বাস এবং সাহস আমাদের একমাত্র পাথেয়।
কর্মক্ষম জনগোষ্ঠী, উর্বর ভূমি, বিশাল জলরাশি এই অফুরান সম্ভাবনাকে কাজে লাগিয়ে, কৃষিকে বাণিজ্যিক চাষাবাদের আওতায় এনে, প্রত্যেক পরিবারে কুটির শিল্প স্থাপনের মধ্য দিয়ে, বিশ্ব শ্রম বাজারে শতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে, দারিদ্র্যমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, তিক্ত অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এগিয়ে যাবে নতুন বাংলা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হিরো আলমকে রাষ্ট্রপতি প্রস্তাব করে নতুন রাজনৈতিক দল

আপলোড সময় : ০৯:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাষ্ট্রপতি প্রস্তাব রেখে নতুন বাংলা নামে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ‘নতুন বাংলা’ দলের চেয়ারম্যান মো. আকবর হোসেন ফাইটন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে সংবাদ সম্মেলন শুরু করেন ‘নতুন বাংলা’ দলের চেয়ারম্যান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন মো. আকবর হোসেন ফাইটন।
এ সময় তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারি দল মনে করছে ক্ষমতা ছেড়ে দিলে তাদের মহাবিপদের সম্মুখীন হতে হবে। আর বিরোধী জোট মনে করছে তারা ক্ষমতায় না যেতে পারলে অস্তিত্বহীন হয়ে যাবেন। তারা ক্ষমতায় থাকার জন্য আর অন্যরা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের প্রতিহিংসার কারণে বিভিন্ন দেশ বিভিন্নভাবে সুবিধা নিচ্ছে। দুর্নীতিবাজরা সরকারের দুর্বলতার কারণে সম্পদের পাহাড় গড়ছে।
বর্তমান সরকার বারবার সংবিধান লঙ্ঘণ করছে। বিরোধী জোট নেতৃত্ব সংকটে ভুগছে। দীর্ঘ সময় দু দলের অনুরূপ শাসনে জনগণ আজ অতীষ্ঠ। প্রশাসনে তেলবাজদের দৈরাত্ম্যে মেধাবী ও দক্ষ কর্মকর্তারা তাদের মতপ্রকাশে ব্যর্থ হয়েছে। আমরা চাই পরিবর্তন। যা সমগ্র জাতির সন্মান বৃদ্ধির লক্ষ্যে, সকলের সমমূল্যায়ণের উদ্দেশে দেশকে নতুনরূপে সাজাতে আমরা বদ্ধপরিকর। আত্মবিশ্বাস এবং সাহস আমাদের একমাত্র পাথেয়।
কর্মক্ষম জনগোষ্ঠী, উর্বর ভূমি, বিশাল জলরাশি এই অফুরান সম্ভাবনাকে কাজে লাগিয়ে, কৃষিকে বাণিজ্যিক চাষাবাদের আওতায় এনে, প্রত্যেক পরিবারে কুটির শিল্প স্থাপনের মধ্য দিয়ে, বিশ্ব শ্রম বাজারে শতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে, দারিদ্র্যমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে, তিক্ত অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে এগিয়ে যাবে নতুন বাংলা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন