নোয়াখালীর সেনবাগে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
- আপলোড সময় : ১১:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৬৫৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর সেনবাগের পেশার পর দিঘির পাড়া যুব সমাজের উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর ) বিকেল ৪ ঘটিকায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের মাঠে মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মোঃ সজীব, মোঃ সাব্বির, মোঃ শুভ ও মোঃ সজল এর আয়োজনে কেশারপাড় দিঘীরপাড়া যুব সমাজের সার্বিক ব্যবস্থাপনায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগের বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী, শিক্ষানুরাগী, মিডিয়া ব্যক্তিত্ব ও এসএ টিভি’র সমন্বয়ক হাসান মঞ্জুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালযের সভাপতি বাচ্চু পাটোয়ারী, সোনার বাংলা একাডেমীর পরিচালক ও যুবলীগ নেতা মামুন আজাদ প্রমুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক সুমন, সমাজসেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী রেজাউল করিম জুয়েল, সমাজসেবক, শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী সবুজ ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, হেলাল পুলিশ, এলাকার ক্রীড়ামোদী দর্শকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।
উক্ত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে কেশারপাড় একাদশ বনাম সেনবাগ একাদশ এর সাথে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সেনবাগ একাদশ এক উইকেটে বিজয়ী ও কেশারপাড় একাদশ রানার্সআপ হয়।
শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে কানকির হাট সাকসেস টেলিকম এর পক্ষ থেকে প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ কে ১টি করে ২০টি হেডফোন ও ম্যান অব দা সিরিজকে ১টি স্মার্ট ব্লুটুথ নেক ব্যান্ড পুরস্কার প্রদান করা হয়।