শিরোনাম :
ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা,সদস্য সচিব আনিস মাতাব্বর
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৪:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ৫১৫ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও প্রচার প্রচারণার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের অর্ন্তভুক্ত জাতীয় শ্রমিক লীগের ডেমরা থানার কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মাদবরের স্বাক্ষরিত নতুন কমিটিতে নুরুল ইসলামকে আহবায়ক ও মোঃ আনিস মাদবর কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে মোঃ লিটন,শাহজাহান সরকার ও লিয়াকত খানকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।
প্রসঙ্গত,জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আজম খসরুর নির্দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হারুনর রশীদ মুন্না কে বিজয়ী করার লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে প্রচার প্রচারণার জন্য নবগঠিত এই কমিটি ঘোষণা করা হয়।