ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে মহাসড়কে কালভার্ট বন্ধ করে বালু ভরাট

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ২৯৭ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে জমি ভরাট করতে গিয়ে একটি মহাসড়কের কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী এক ব্যক্তি।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নোর আনোয়ার ফিলিংস্টেশন সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কে কালভার্টে ইট ও মাটি দিয়ে কালঈভার্টে মুখ বন্ধ করছেন স্থানীয় প্রভাবশালী জহিরুল ইসলাম জহির। এতে পানির স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতায় প্রায় শত শত একর আবাদি জমি জলাবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ষার ভরা মৌসুমে কালভার্টের এ বাঁধ থাকলে জলাবদ্ধতায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে স্থানীয় কৃষকরা জানায়, এই কালভার্ট বন্ধ করলে জমিতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। দ্রুত কালভার্টের এ মাটি অপসারণ করা না হলে সামান্য বৃষ্টি হলেই চলতি মৌসুমে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এ বিষয়ে জহিরুল ইসলাম জহির বলেন, এ কালভার্টের নিচ দিয়ে পানি যায় না। জমির বালুর ভরাটের প্রয়োজনে কালভার্টের মুখ বন্ধ করা হয়েছে ।

এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, বিষয়টি সরজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, সরকারি কালভার্ট বন্ধ করে বালু ভরাট করতে দেওয়া হবে না। এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেরানীগঞ্জে মহাসড়কে কালভার্ট বন্ধ করে বালু ভরাট

আপলোড সময় : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে জমি ভরাট করতে গিয়ে একটি মহাসড়কের কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী এক ব্যক্তি।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নোর আনোয়ার ফিলিংস্টেশন সংলগ্ন ঢাকা-মাওয়া মহাসড়কে কালভার্টে ইট ও মাটি দিয়ে কালঈভার্টে মুখ বন্ধ করছেন স্থানীয় প্রভাবশালী জহিরুল ইসলাম জহির। এতে পানির স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতায় প্রায় শত শত একর আবাদি জমি জলাবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ষার ভরা মৌসুমে কালভার্টের এ বাঁধ থাকলে জলাবদ্ধতায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে স্থানীয় কৃষকরা জানায়, এই কালভার্ট বন্ধ করলে জমিতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। দ্রুত কালভার্টের এ মাটি অপসারণ করা না হলে সামান্য বৃষ্টি হলেই চলতি মৌসুমে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এ বিষয়ে জহিরুল ইসলাম জহির বলেন, এ কালভার্টের নিচ দিয়ে পানি যায় না। জমির বালুর ভরাটের প্রয়োজনে কালভার্টের মুখ বন্ধ করা হয়েছে ।

এবিষয়ে সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন বলেন, বিষয়টি সরজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, সরকারি কালভার্ট বন্ধ করে বালু ভরাট করতে দেওয়া হবে না। এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন