ডেমরায় যুবদল নেতা সাঈদ হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- আপলোড সময় : ১২:৩৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ৩০৮ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় আলোচিত যুবদল নেতা সাঈদ আহমেদ’র হত্যার ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বিকালে ডেমরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড এলাকায় সর্বস্তরের এলাকাবাসীর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্ত খুনিদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন এলাকাবাসী। এ ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এলাকার নারী ও পুরুষরা।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সাঈদের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, সাঈদ খালেদা জিয়া ও তারেক রহমানের পাগল ছিল। এলাকার কতিপয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্ব শত্রুতার জের ধরে সাঈদকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। শেখ হাসিনার পতনের দিনে সাঈদ এলাকায় এসে বিএনপি’র পক্ষে নানা কর্মসূচি পালন করতে থাকে। এদিকে গত নয় আগস্ট বিকালে মিছিল শেষে সাঈদ এলাকায় এসে তার বাড়িতে যায়। ওদিন রাতে বাহির টেংরা কোবা মসজিদ সংলগ্নে খুনিরা সাঈদ কে কুপিয়ে হত্যা করে। এ সময় তার চোখ উপড়ে ফেলা হয়।
তারা আরো জানান, সাঈদ হত্যার পরের দিন গত ১০ আগস্ট অভিযুক্ত ১৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এদিকে পুলিশ মাঠ পর্যায়ে শতভাগ দায়িত্ব পালন শুরু করেনি বলে প্রকৃত খুনিদের এখনো গ্রেফতারের আওতায় আনা সম্ভব হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি নিয়ে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি।
এ বিষয়ে মৃতের স্ত্রী ও মামলার বাদী বিথি জানায়, রাতের আঁধারে খুনিরা পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীকে নৃশংস ও নির্মমভাবে হত্যা করেছে। তাই দ্রুত সময় সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, সাঈদ হত্যার পর আমরা মামলা নিয়েছি। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।